সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে ডাকবাংলো চত্বরে উপজেলা যুবদলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন । সখীপুর উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবালের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু।
এ সময় সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেদ মাস্টার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক খোকন সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একাব্বর হোসেন, সচিব এমরান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়। এরপর ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন।