সখীপুরে আর্ত সন্ধ্যান ব্লাড ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা

টাঙ্গাইল সখিপুর স্বাস্থ্য

সখীপুর প্রতিনিধি ॥
‘দুনিয়াতে করা ভালো কাজগুলোই আপনার পরকালকে সাজিয়ে দিবে’এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন সখীপুর ‘আর্ত-সন্ধান ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে বিদায়ী সংবর্ধনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার রফিক কনভেনশন হলে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালমা ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুস সালাম ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের জীবন বাঁচাতে রক্তের চাহিদা পূরণ করছে সংগঠনটি। একজন মুমূর্ষু রোগীর স্বজনরা যখন রক্তের জন্য হন্যে হয়ে ছুটেন তখন তাদের সহযোগিতার হাত বাড়ান এই স্বেচ্ছাসেবকরা। আমি তাদের কার্যক্রমে অভিভূত। অনুষ্ঠানে মেহেদী হাসান মুমিনের সভাপতিত্বে এবং দৈনিক খোলা কাগজের সখীপুর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আর্ত-সন্ধান ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বশির উদ্দিন আশিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, ডাঃ ফাহাদ তালুকদার, শহীদ আব্দুর রকিব বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম শাফলু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এম এইচ সজল, দৈনিক বাংলার প্রতিনিধি মোস্তফা কামাল, আলোকিত প্রতিদিনের প্রতিনিধি আলমগীর হোসেন, ভোরের পাতার প্রতিনিধি জাহিদ হাসানসহ আর্ত-সন্ধান ব্লাড ফাউন্ডেশনের সকল উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 

 

৫৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *