টাঙ্গাইল স্টেডিয়ামে তৃণমূল পর্যায়ে ক্রিকেট প্রতিভা অন্বেষণ

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্পোর্টস রিপোর্টার ॥
তৃণমূল পর্যায়ে ক্রিকেট প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে ক্রিকেট মেধার পরিশীলন, পরিস্ফুটন ও উন্নয়ন, সর্বোপরি সামগ্রিকভাবে টাঙ্গাইলের ক্রিকেট খেলার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে টাঙ্গাইল জেলার বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপী অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সী ক্রিকেট প্রতিভা অন্বেষণ ও মেডিকেল কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।
তিনি বয়স ভিত্তিক ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, স্বাভাবিক শিক্ষার পাশাপাশি তোমরা ক্রিকেটকে বেছে নিয়েছো। তোমরা পড়াশোনার বাইরে মোবাইলে আসক্ত না খেলাধূলায় অংশগ্রহণ করেছ। এটা তোমাদের জন্য ইতিবাচক। এভাবেই তোমরা তোমাদের সুন্দর ক্যারিয়ার গড়তে পারবে বলে আমি আশাবাদী।
টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিনের তত্বাবধানে বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসবোলার ও বিভাগীয় কোচ জাকির হাসান বাছাই কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বলেন, এই বাছাই প্রক্রিয়ায় যারা ভালো করবে তারাই দলে চলে আসবে। আমরা নিরপেক্ষতার সহিত খেলোয়াড় নির্বাচন করবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর খেলাধূলায় নতুনভাবে প্রাণ ফিরিয়ে আনতে সঙ্গে থেকে যারা সহযোগিতা করছেন বিভাগীয় কোচ, জেলা ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমীর কোচ আরাফাত রহমান রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তার সহকারী কামরুল ইসলাম রনি, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সাবেক সদস্য শাহ আজিজ তালুকদার বাপ্পী, টাঙ্গাইল টাইগার্স একাডেমীর কোচ ইসলাম খান ও রিপন কুমার সরকার, অনুর্ধ্ব-১৯ বিশ^কাপে টাঙ্গাইলে হয়ে জাতীয় দলে খেলা আবু নাসের মানিক, সাবেক ক্রিকেটার জাহিদ হোসেন টিটু, রাজীব খান, ইউসুফ আলী খান, রাফিউল আলম ও স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছে বয়স ভিত্তিক দলের বর্তমান ক্রিকেটারবৃন্দ।

বয়স ভিত্তিক ক্রিকেট বাছাইয়ে নাগরপুর উপজেলা থেকে আসা এসএসসি পরীক্ষার্থী অফস্পিনার নাঈম হোসেন জিসান বলেন, এবারই প্রথম টাঙ্গাইলে বাছাই প্রক্রিয়ায় এসেছে। সে ঢাকায় একটি শাড়ির দোকানে চাকরির পাশাপাশি ঢাকা আবাহনী মাঠে ড্রিম একাডেমীতে দরিদ্র ক্রিকেটার হিসেবে ডেভিট স্যারের অধীনে ক্রিকেট কোচিং করছে। সে আশাবাদী টাঙ্গাইলের হয়ে ক্রিকেট উন্নতি করতে চান।
পারভেজ, সিয়াম, মোতালেব, সুমনসহ অনেকেই প্রথমবারের মতো জেলা ক্রিকেট দলের হয়ে খেলার লক্ষ্যে বাছাই প্রক্রিয়া এসেছে। বাছাই প্রক্রিয়ায় অনুর্র্দ্ধ-১৪ তে ৭২, অনুর্র্দ্ধ-১৬ তে ৬০ এবং অনুর্র্দ্ধ-১৮ তে ৪৬ সহ ১৭৮ জন ক্রিকেটার অংশগ্রহণ করেছে। বয়স ভিত্তিক অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ পর্যায়ে ১৫০ জন ক্রিকেটার প্রাথমিকভাবে ক্যাম্পে ডাকা হবে বলে জানা গেছে। তবে প্রাথমিক ক্যাম্প কবে থেকে শুরু হবে তার সিদ্ধান্ত হয়নি।

 

 

 

৯৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *