স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্রীয় শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সাড়ে তিন দিনের মাথায় বাংলাদেশের জনগণ হাসিনাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। হাসিনা বাংলাদেশের কোনো জায়গায় ঠাঁই পেলেন না। বাংলাদেশ থেকে এই হাসিনাকে হেলিকপ্টারে করে চোরের মতো পালিয়ে যেতে হয়েছে। কত বিল্ডিং করেছেন, কত মডেল মসজিদ করেছেন কোনো জায়গায় তো আপনি ঠাঁই পেলেন না। মানুষের হৃদয়কে যখন ভেঙে খান খান করবেন, আর সেই হৃদয়ে আপনাকে জায়গা দেবে, তা হতে পারে না। আমরা প্রতিশোধের কথা বলি না। আমাদেরকে লগি-বইঠা দিয়ে হত্যা ও লাশের ওপর নৃত্য করেছে বলে তাদের লাশের ওপর নৃত্য করব, এই চরিত্র আমাদের না।
বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ও সারা দেশে লগি-বইঠার তাণ্ডবে খুন হওয়া নেতাকর্মীর খুনিদের ফাঁসির দাবিতে সোমবার (২৮ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজশাহীতে সাব্বিরকে এক ইটের ওপর মাথা রেখে আরেক ইট দিয়ে থেঁতলে শহীদ করা হয়েছে। যা আপনারা ভুলতে পারেন না। ১৪ দলের মিটিং থেকে এসে ওবায়দুল কাদের বলেছিলেন জামায়াতকে নিষিদ্ধ করা হবে। আর ১ আগস্ট রাতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেন হাসিনা।
মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াহ ইয়াহ খান মারুফের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, জামায়াত ইসলামী মির্জাপুর উপজেলা সেক্রেটারি হাফেজ আবুল কাশেম, জামায়াত নেতা কাজী হায়দার মৃধা ও জাহাঙ্গীর আলম শাহজাহান প্রমুখ বক্তব্য দেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে (১ আগস্ট) জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপর ছাত্র-জনতার আন্দোলনে (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতন হয়। আবার (২৮ আগস্ট) জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।