স্টাফ রিপোর্টার ॥
“সিসা দুষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি বলে” প্রতিপাদ্যে সারাদেশের মতো টাঙ্গাইল জেলাতেও মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক সিসা দুষণ প্রতিরোধ সপ্তাহ। এ উপলক্ষে ইউনিসেফের সহযোগিতায় ও টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়াসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ নেন।
শোভাযাত্রা শেষে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।
৩৮ Views