
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে আনন্দ র্যালির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ।
এ সময় গ্রন্থাগারিক প্রফেসর ড. আবু জুবাইর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. ইমাম হোসেন, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আজিজুল হক, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান মোগল, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশরাফ হোসাইন তালুকদার, জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট ড. দেলোয়ার জাহান মলয়, এস্টেট অফিসের পরিচালক ড. আশরাফ আলী, রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলামসহ বাধনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালী শেষে কেক কাটা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।