স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার জন্য গোপনে পেতে রাখা বিপুল পরিমান জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধংস্ব করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার দীপ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো:কামারুজ্জামান, নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।