
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটবে। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচী পালনের মতো ব্যতিক্রমী আয়োজন তাই প্রমাণ করে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাসে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর উপজেলা ও পৌর যুবদল এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। পৌর সদরের বাওয়ার কুমারজানী রোডে অবস্থিত হালিম আধুনিক হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. আল আমিন উজ্জল, ডা. শাজাহান, ডা. আশিফুর রহমান মজুদারসহ একদল চিকিৎসক মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির নেতা আব্দুল কাদের সিকদার, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, যুগ্ম সম্পাদক দেওয়ান শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, বিএনপি নেতা আহাজারুল ইসলাম আজাহার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক গোলাম মোস্তফা জীবন, সাবেক সদস্য সচিব ডি এ মতিন, যুবদল নেতা তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, সাবেক ছাত্র নেতা ফরিদ মিয়া, হাসান সিদ্দিকী ও তমাল মৃধা প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার কয়েক শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ দেয়া হয় বলে তিনি জানিয়েছেন।