
স্টাফ রিপোর্টার।।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “ কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় টাঙ্গাইলে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার ১২টি ষ্টলে জেলার বিভিন্ন অঞ্চলের কৃষি উদ্যোক্তা ও কষকদের উৎপাদিত কৃষি পণ্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি প্রযুক্তি’র প্রদর্শনী দেয়া হয়।