
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীরের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ ।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী ।
প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন, আগামী জাতীয় নির্বাচনে টাঙ্গাইল ৮টি আসনেই প্রার্থীর মধ্যে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
এখন থেকে নির্বাচনের প্রস্তুতি ও অর্থ সংগ্রহের কাজ করতে হবে বলেও রুকন সম্মেলনে উল্লেখ করেন।