ভূঞাপুরে চর কয়েড়া-আকালু রাস্তার বিভিন্ন স্থানে ধস

টাঙ্গাইল দুর্নীতি ভূঞাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় লাখ লাখ টাকা ব্যয়ে ইউনি ব্লকের ইট দিয়ে মেরামত করা রাস্তাটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তাটি মেরামতের কাজ শেষ হওয়ার কয়েক মাস পর থেকেই প্রায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। ফলে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কয়েক এলাকার হাজারো মানুষ।
ভূঞাপুর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ভূঞাপুর উপজেলার চর কয়েড়া মোড় থেকে আকালু ব্রিজপাড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি গত ২০২২-২৩ অর্থ বছরের আওতায় চলতি বছরে ৫৬ লাখ ৬৮ হাজার ৮০২ টাকা ব্যয়ে ইউনি ব্লকের রাস্তাটি মেরামত কাজ সম্পন্ন করে মেসার্স খাদিজা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
স্থানীয় অটোভ্যান চালক সোবাহান মিয়া বলেন, আগে পিচের রাস্তা ভালো ছিল। এখন এই ব্লক ইটের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে পারি না। রাস্তার ৮ থেকে ১০ টি স্থানে ধস দেখা দিয়েছে। এরফলে যেকোনো ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষের কাছে দাবি, যেন দ্রুত রাস্তাটি ফের মেরামত করে দেওয়া হয়। স্থানীয় কাদের মিয়া বলেন, রাস্তার বেহাল দশা। গাড়ি নিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে গেছে। অতি দ্রুত রাস্তার মেরামত করা না হলে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।

মেসার্স খাদিজা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকাদার বেলাল হোসেন বলেন, সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন করা হয়েছে। তাছাড়া প্যালাসাইডিং ধরা ছিল না, সেটি অতিরিক্ত করে দিয়েছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে ধস দেখা দিয়েছে।
এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, কাজটি সম্পন্ন করায় বিল পরিশোধ করা হয়েছে।

 

 

 

৭১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *