ঘাটাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ছয়ানী বকশিয়া তারেক জিয়া যুব সংঘের প্রধান উপদেষ্টা এডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার লোকের পাড়া ইউনিয়নের ছয়ানী বকশিয়া তারেক জিয়া যুব সংঘের আয়োজনে দিনব্যাপী ছয়ানী বকশিয়া গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় প্রায় শতাধিক নারিকেল গাছের চারা রোপন করা হয়।
এসময় লোকের পাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ শাহাদৎ হোসেন, তারেক জিয়া যুব সংঘের সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিব তালুকদারসহ সংগঠনের উপদেষ্টার পরিষদ ও সদস্যবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।