বাসাইল সংবাদদাতা ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দুই মুদি দোকানদারকে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ নভেম্বর) দুপুরে বাসাইল বাজারে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারার বিধান লঙ্ঘনে ১৫(১) ধারায় দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বাসাইলের বাজার ব্যবসায়ীদের একত্র করে নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা ঝুলিয়ে রাখার পরামর্শ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেয়ামত উল্ল্যাহ। বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেয়ামত উল্ল্যাহ জানান, নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। এই রকম অভিযান আমাদের অব্যাহত থাকবে।
৫২ Views