পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে গোপালপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালপুর টাঙ্গাইল লিড নিউজ শিক্ষা

নুর আলম, গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র, হেমনগর ডিগ্রী কলেজ থেকে গোপালপুরে পুণরায় স্থানান্তরের দাবিতে বাসস্ট্যান্ড সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। প্রায় এক ঘন্টাব্যাপী রাস্তা বন্ধ থাকায় বাসস্ট্যান্ড চত্ত্বরসহ আশেপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাস্তা থেকে শিক্ষার্থী চলে যাওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
রবিবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ সংক্ষিপ্ত বক্তব্যে জানান, সুলতান সালাউদ্দিন টুকু ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে আপাতত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আন্দোলনে গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মানিকুজ্জামান বলেন, বিগত ২০১৯ সাল পর্যন্ত গোপালপুর কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতো। এরপর হেমনগরে কেন্দ্রে স্থানান্তর করায় পরীক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কোন কোন পরীক্ষার্থীর ২০ কিলোমিটার পর্যন্ত জার্নি করতে হয়। এতে পরীক্ষার আগে চরম ভোগান্তি পোহাতে হয়। পরীক্ষার্থীদের সুবিধার জন্য দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্র গোপালপুরে স্থানান্তর করা দরকার।

 

 

 

৪৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *