টাঙ্গাইলে পাঁচ-ছয়আনী বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে নুরুল আলম সভাপতি এবং আহসান খান আছু সাধারণ সম্পাদকসহ প্যানেলের ১৯টি পদে নির্বাচিত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে গণনা কার্যক্রমের পর রাত ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী জাকেরুল মওলা নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে আলম-জাহিদ-আছু প্যানেল থেকে সভাপতি পদে নুরুল আলম ৫৪০ পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম মিজান-আকবর-মতি প্যানেলের মিজানুর রহমান ৩৫৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আহসান খান আছু ৬০২ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী ছিলেন মতিয়ার রহমান ২৭৫ ভোট।
৬০৮, ৪৫৫ ও ৪৩১ ভোট পেয়ে মিজানুর রহমান মনু, জাহিদুর রহমান খান, আব্দুস সামাদ ফকির সহ-সভাপতি পদে জয়লাভ করেন। ৪৫৮, ৪৩৩ ও ৪০৫ ভোট পেয়ে যথাক্রমে পলাশ কর্মকার, শফিকুল ইসলাম জুয়েল ও লাভলু মিয়া যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়। মিজান-আকবর-মতি প্যানেলের সুকুমার পাল ৪৫৪ পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী আলম-জাহিদ-আছু প্যানেলের রনজিৎ কর্মকার ৩৮১ ভোট পায়।
সাংগঠনিক সম্পাদক পদে নিতীশ চন্দ্র সাহা ৪০৮ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সুজন বসাক ৫১৪ ভোট, দপ্তর সম্পাদক পদে মাহবুবুর রহমান খাজা ৪২২ ভোট এবং প্রচার সম্পাদক পদে সোমেজ উদ্দিন ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়।
কার্যকরী ১২ সদস্য পদে মিজান-আকবর-মতি প্যানেল থেকে ৫ জন এবং আলম-জাহিদ-আছু প্যানেল থেকে ৭ জন নির্বাচিত হয়েছে। নির্বাচিত কার্যকরী সদস্য পদে ১ম সোলাইমান অমৃত, ২য় আহাদ হোসেন সৌরভ, ৩য় নবীনুর রহমান রবিন, ৪র্থ আল-আমিন সিরাজী সুমন, ৫ম পলাশ চৌহান, ৬ষ্ঠ হুমায়ন কবির, ৭ম গৌতম ঘোষ, ৮ম খন্দকার শাকিল হোসেন রুনু, ৯ম আব্দুল মালেক মাসুদ, ১০ম শিশির কর্মর্কার, ১১তম আরিফ হোসেন ও ১২তম হয়েছেন আব্দুল জলিল।
নির্বাচনে মোট ৯৬৮ ভোটারের মধ্যে ৯১৪ জন ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনারের সহযোগী হিসেবে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম বাদল, বাবুল খান, মোজাম্মেল হক, আশিকুর রহমান পলাশ, পারভেজ হাসান, মাসুদ রেজা স্বাধীন, অলোক দাস, জাহিদ হাসান বিপ্লব, সোহেল রানা, সুমন দাস ছাড়াও সন্তোষ ইসলামী বিশ^বিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয়ের জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ, নুরুল ইসলাম, শফিক প্রমুখ।

 

 

 

৪৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *