স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান বলেছেন, দেশ নায়ক তারেক রহমান দেশের কৃষক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। তারেক রহমানের নির্দেশে তিনি সারাদেশের কৃষকদের ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন। তারেক রহমান মনে করেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশের ৭০ ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষকের ফলানো ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চিত করাসহ যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। এছাড়া কৃষি উপকরণ কৃষকের হাতে হাতে পৌছে দেয়া হবে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এদেশের কৃষক। আমি গর্বিত একজন কৃষকের সন্তান হিসেবে, আমি গর্বিত বাংলাদেশ কৃষক দলের একজন কর্মী হিসেবে।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা কৃষক দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব সাবেক ভিপি শামীমুর রহমান খান, মির্জাপুর পৌর কৃষক দলের আহবায়ক মান্নান খান মান্না, সদস্য সচিব সোলায়মান প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলী আজম খান উথান।