স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইল দক্ষিণের চরপাড়া বাজার শাখার উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৪ সালের লটারিতে প্রথম পুরস্কার বিজয়ী হন বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইল দক্ষিণের চরপাড়া বাজার শাখার রেমিট্যান্স গ্রহীতা আব্দুল আউয়াল মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান আনুষ্ঠানিকভাবে রেমিট্যান্স গ্রহীতার হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিকেবি টাঙ্গাইল (দক্ষিণ) চরপাড়া বাজার শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিকেবি টাঙ্গাইল (দক্ষিণ) অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিন। এছাড়াও বাংলাদেশ কৃষিব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চরপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।