
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আশুরা এলাকায় পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।রবিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে আশুরা পুলিশ চেকপোস্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো.শরফুদ্দীন, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীর সহ মধুপুর থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যগন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন।