স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
টাঙ্গাইলের মির্জাপুরে জমিতে চাষ করতে গেলে প্রতিপক্ষ হামলা চালিয়ে দুই কৃষকের হাড় ভেঙে দিয়েছে। এছাড়া নারীসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে।
আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হয়।
আহতরা হলেন, হাড়ভাঙা গ্রামের সরবেশ মিয়া (৬৪), কদ্দুছ মিয়া (৮৫), ইন্নছ মিয়া (৭০), আক্কেল আলী (৫৫) ও হোসনেয়ারা (৩০)। এ ঘটনায় সরবেশ মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা মৌজায় ১১৩ দাগের ২২ নম্বর খতিয়ানে ৪৪ শতাংশ জমি নিয়ে সরবেশ মিয়া ও তার ভাইদের সঙ্গে একই গ্রামের আবুল মিয়া গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৫ নভেম্বর সকালে সরবেশ মিয়া ও তার বড় ভাই কদ্দুছ মিয়া, ইন্নছ মিয়া, ভতিজা আক্কেল আলী ও নাতনী হোসনেয়ারা ওই জমিতে চাষ করতে গেলে বিবাদী আবুল মিয়া, আলহাজ মিয়া, শওকত মিয়া, রহিম মিয়া, জাকির মিয়া, সুজন মিয়াসহ ১৪ জনে মিলে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি-সোটা নিয়া তাদের ওপর হামলা চালায়। এতে সরবেশ মিয়াসহ উল্লেখিত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ইন্নছ মিয়ার হাতের হাড়ের দুই স্থানে এবং কদ্দুছ মিয়ার কাধের হাড় ভেঙে গেছে। এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।