মাভাবিপ্রতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

স্টাফ রিপোর্টার।।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রবিবার (১০ নভেম্বর) হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালযের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে একাডেমিক ভবনের সেমিনার হলে ‘করাপশন পারসেপশনস এন্ড থিওরি ডেভেলপমেন্ট এ জার্নি ফর সোসিওলজি টু একাউন্টটিং এন্ড অডিটিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. কাজী সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন বিভাগের শিক্ষকবৃন্দ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান রেশমা পারভীন লিমা।
উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস প্রথম পালন করা হয়। ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস এবং সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টসের (সিপিএ) ক্যালিফোর্নিয়া সোসাইটি সান দিয়াগো চ্যাপ্টার এ দিবস প্রথম পালন করে।
১৪৯৪ সালের ১০ নভেম্বর ইতালির গণিতবিদ লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি ভেনিসে সুম্মা ডি এরিথমেটিকা, জিওমেটিয়া প্রপোরসনি অ্যাট প্রপোরশনালিটা’ শীর্ষক পুস্তিকা প্রকাশ করেন। এটিই প্রথম বই, যাতে গাণিতিক জ্ঞানকে সংক্ষেপে প্রকাশ করা হয়। এতে ডাবল এন্ট্রি বুককিপিং বা হিসাবরক্ষণ ও বাণিজ্যিক হিসাববিজ্ঞান সম্পর্কে আলোচনা করেন।
পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে এ দিবসটি বিশ্বেও বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে।

৩৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *