টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খেলা টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্টে আমেনা স্পোর্টস হাউস ৮ উইকেটে ইউনিক ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজনে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা শাখার সভাপতি এডভোকেট আলী ইমাম তপন, জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) মানব সম্পদ বিভাগের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কোয়াভের সভাপতি আবু নাসের মানিক।
খেলায় টস জয়ী ইউনিক ক্লাব প্রথমে ব্যাটিং করে ১৮.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৭১ রান করে। দলের পক্ষে দেবাশীষ সর্বোচ্চ ২৭ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের হাসান ৩টি এবং অনিক ও রেকাব ২টি করে উইকেট দখল করে। জবাবে আমেনা স্পোর্টস হাউস ৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে বাংলাদেশ জাতীয় (অনুর্দ্ধ-১৯) ক্রিকেট দলের টাঙ্গাইলের ছেলে রিফাত বেগ সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান করে। খেলায় ম্যান অব দ্যা সিরিজ ইউনিক ক্লাবের রিজান হোসেন, সর্বোচ্চ উইকেট রিফাত আল জাবির, সর্বোচ্চ রান তালহা এবং ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আমেনা স্পোর্টস হাউজের হাসান।

শহরের ৮টি দল নিয়ে গত (১ নভেম্বর) থেকে শুরু হওয়া টুর্নামেন্টে দুটি গ্রুপে বিভক্ত দলগুলো হলো- এ গ্রুপে ইয়ং স্পোটিং ক্লাব, টাঙ্গাইল টাইগার্স, টাঙ্গাইল ইউনিক ক্লাব ও আরামবাগ স্পোটিং এবং বি গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, সখিপুর ক্রিকেট এলিভেন, কালীহাতি গ্রীণ ওয়ারিয়র্স ও আমেনা স্পোর্টস হাউস।
খেলায় আম্পায়ার ছিলেন তমাল বিহারী দাস ও উত্তম সরকার এবং স্কোরার মেহেদী হাসান খান রাসেল।

 

৫৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *