মাভাবিপ্রবিতে আইসিটি বিভাগের এক্টিভিশন প্রোগ্রাম অনুষ্ঠিত

টাঙ্গাইল শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত ইডিজিই প্রকল্পের ‘এক্টিভিশন প্রোগ্রাম’ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইমসআরএম বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আখন্দ।
এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রামকো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনির মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদেও ডিন অধ্যাপক ড. ইকবাল মাহমুদ। আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মতিউর রহমান, এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আজিজুল হক, প্রজেক্ট ডিরেক্টও শাখাওয়াত হোসেন, প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার শামীম হোসেন, বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীনউদ্দিন, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল।
উল্লেখ, দেশের আইটি ও কম্পিউটার প্রোপ্রামিং সেক্টরে দক্ষ নাগরিক গড়ে তুলতে প্রকল্পের আওতায় এ বিভাগের তত্ত্বাবধানে অর্ধশতাধিক ব্যাচের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি কলেজের অনার্স ৩য় ও ৪র্থ বর্ষেও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ইতোমধ্যে ২০টি ব্যাচের কার্যক্রম শুরু হয়েছে।

৪২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *