টাঙ্গাইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর স্বাস্থ্য

স্টাফ রিপোর্টার ॥
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া ইউনিয়নে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে হাজী আবু বকর ছিদ্দিক চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে করটিয়া জমিদার বাড়ির সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি করটিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।
পরে হাজী আবু বকর ছিদ্দিক চিকিৎসা কেন্দ্রের সামনে ডায়াবেটিস বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আব্দুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আব্দুস সালাম, ডা. হারুণ অর-রশীদ, ডা. রাশেদুল হাসান রাশেদ, হাজী আবু বকর ছিদ্দিক চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক প্রমুখ।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনী, মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রায় ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। পরে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।

 

৪৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *