দ্যা রয়েল ক্যাডেট একাডেমীর মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঘাটাইল টাঙ্গাইল মধুপুর শিক্ষা

ঘাটাইল প্রতিনিধি ॥
‘শেখার শুরু হোক এখানেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল ঝড়কা ও মধুপুর উপজেলায় দ্যা রয়েল ক্যাডেট একাডেমীর আয়োজনে মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মধুপুর ও ঘাটাইলসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ৫ম শ্রেণীর ২শত ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত মধুপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও বিকেল সাড়ে ৩ টা থেকে ৫টা পর্যন্ত ঘাটাইল দ্যা রয়েল ক্যাডেট একাডেমীর ঘাটাইল শাখা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দ্যা রয়েল ক্যাডেট শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক আশিকুর রহমান, দ্যা রয়েল ক্যাডেট একাডেমীর ঘাটাইল শাখার পরিচালক সাব্বির হাসান, দ্যা রয়েল ক্যাডেট একাডেমীর মধুপুর শাখার পরিচালক রফিকুল ইসলাম, মধুপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোজাফফর আকন্দ বাদল, মধুপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা খানম, স্টার প্রি ক্যাডেটের পরিচালক শামসুল আলম, সৃজন কিন্ডার গার্টেন পরিচালক নাজমুল হোসেন, নির্মাণ ক্যাডেট একাডেমির পরিচালক খাইরুল আলমসহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

৩৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *