ভূঞাপুরে নিউ লাইফ ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

টাঙ্গাইল ভূঞাপুর স্বাস্থ্য

স্টাফ রিপোর্টার ॥
“স্বেচ্ছায় করবো রক্তদান, বাঁচবে কোটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে “নিউ লাইফ ব্লাড ব্যাংক” এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ১৫ থেকে ২৫ বছর বয়সী শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয় এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিউ লাইফ ব্লাড ব্যাংকের উপদেষ্টা সভাপতি মামুন সরকার, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক কোরবান আলী তালুকদার, অর্থ সম্পাদক আবু সাহেদ, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম শুভ, কার্যকরি সদস্য আমিনুল ইসলাম, মির্জা মাসুদ রানা, মনিরুজ্জামান সিয়াম, শেখ রাকিবুল হক রাব্বি, সদস্য আতিকুল ইসলাম রাতুল প্রমুখ।
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ মিয়া বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই এবং সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক কোরবান আলী তালুকদার বলেন, আমাদের এই সংগঠনটি শিক্ষার্থীদের মাধ্যমে ঢাকা বিভাগের মধ্যে রোগীদের জরুরী প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করে থাকে। নিউ লাইফ ব্লাড ব্যাংকের মাধ্যমে সামাজিক কাজগুলোর মধ্যে নবীনদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় একটি কর্মসূচি। এই কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ জানতে পারবে এবং পাশাপাশি অনেকেই রক্তদানে উৎসাহিত হবে বলে আশা করি।
এ সময় সংগঠনের সভাপতি সাংবাদিক মামুন সরকার বলেন, আমাদের নিউ লাইফ ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করেছি। সকাল থেকে শিক্ষার্থীরা বিনামূল্যে এখানে রক্তের গ্রুপ পরীক্ষা করছে। রক্তের গ্রুপ পরিক্ষার পাশাপাশি আমাদের ব্লাড ব্যাংকের সদস্য সংগ্রহ করা হয়। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে থাকি।

 

৩৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *