মির্জাপুরে ১০৪ ভরি স্বর্ণালংকার ও ৬৮ লাখ টাকা জব্দ করেছে যৌথবাহিনী

আইন আদালত টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জুয়েলারি একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও ৬৮ লাখ ১৬ হাজার টাকা জব্দ করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এমআর জুয়েলারি স্টোর নামে দোকানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এমআর জুয়েলারি স্টোর দোকানের মালিক মজিবর রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান করে আসছিল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী ওই স্বর্ণের দোকানে অভিযান চালায়।

এছাড়া পৌরসভা সদরের থানারোড এলাকায় অবস্থিত মজিবর রহমানের ফ্ল্যাট বাসাতে তল্লাশি করেন। স্বর্ণের দোকান থেকে চারটি স্বর্ণবার, ১৭২টি চেন, ২৯টি আংটি, ৮টি বালা, ১০ জোড়া কানের দুলসহ সর্বমোট ১০৪ ভরি স্বর্ণ, ৬৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বর্তমানে স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। অভিযানে মির্জাপুর ক্যাম্প কমান্ডার মেজর সাদীক, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন, টাঙ্গাইল জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা পারভেজ রেজা, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন, মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ বিপুল পরিমাণ পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিল।
এ ব্যাপারে মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

৫২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *