
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষে থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রায়হানুল ইসলাম রাজুর নেতৃত্বে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মজারে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জাতীয়তাবাদী জনতা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি হাফিজুর রহমান, জাতীয়তাবাদী জনতা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাখাওয়াত হোসেন, গাজীপুর মহানগরের সভাপতি কামাল হোসেন, জাতীয়তাবাদী জনতা দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবাদুল ইসলাম, সহ সভাপতি লায়লা আরজুমান ভানু ঝুমুর, সাংগঠনিক সম্পাদক কনা, গাজীপুর মহানগরের সহসভাপতি জাহাঙ্গীর আলম খান, কামরুল ইসলাম টুটুলসহ জাতীয়তাবাদী জনতা দল জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।