এলেঙ্গাতে সাবেক এমপির ‘ডরিন পাওয়ার প্ল্যান্টে’ ডাকাতি

অপরাধ কালিহাতী টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে অবস্থিত ডরিন পাওয়ার প্ল্যান্টে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির মালিক ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর এ আলম সিদ্দিকী। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে। ৮ জন নিরাপত্তা কর্মীদের জিম্মি করে প্রায় ২০ লাখ টাকার মালামাল ডাকাতরা নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
ডরিন পাওয়ার প্লান্ট কর্তপক্ষ জানায়, সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করে ডরিন পাওয়ার প্ল্যান্টের ৮ নিরাপত্তা কর্মীকে জিম্মি করে প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। এরপর মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ৯৯৯ কল দিলে কালিহাতি থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।
কালিহাতী থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম বলেন, আমরা কর্তপক্ষকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, পাওয়ার প্লান্টটি বিগত ২০২৩ সারের (১১ নভেম্বর) থেকে বন্ধ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি চালু হওয়ার কথা থাকলেও তা আর চালু হয়নি। প্রতিষ্ঠানটির মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নূর এ আলম সিদ্দিকী। তিনি ঝিনাইদহ-২ আসনের এমপি ছিলেন। পরে প্রতিষ্ঠানটি রূপসী বাংলা কোম্পানির কাছে বিক্রি হয়। সম্প্রতি রূপসী বাংলার কর্মচারীরা বিভিন্ন ধরনের মালামাল একত্রিত নেয়ার জন্য রাখেন। এই সুযোগ ব্যবহার করে সশস্ত্র ডাকাত দল ওই পাওয়ার প্ল্যান্টে ঢুকে ৮ জন নিরাপত্তা কর্মীদের জিম্মি করে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

৫৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *