
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ১ বছরের সাজাপ্রাপ্ত ও ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী এম এ তাওহিদ (৫৮), টাঙ্গাইল সদর থানার দ্রুত বিচার আইনে মামলার আসামী টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ডের দুইবারের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেজ হুমায়ুন (৫৫) এবং ৮৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহকে (২০) গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আব্দুল বাছেদের নেতৃত্বে সোমবার (১৭ নভেম্বর) ৬টার দিকে শহরের আদালতপাড়া পুকুরপাড় হইতে ১ বছরের সাজাপ্রাপ্ত ও ৮ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ডের সাজা পরোয়ানভুক্ত পলাতক আসামী এম এ তাওহিদকে (৫৮) গ্রেফতার করে। এছাড়া সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের আমিন বাজার এলাকা হইতে টাঙ্গাইল সদও মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৮নং আসামি টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ডের দুইবারের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেজ হুমায়ুনকে (৫৫) গ্রেফতার করে র্যাব।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এএসপি আব্দুল বাছেদের নেতৃত্বে র্যাবের আরেকটি দল টাঙ্গাইল সদর থানার পোড়াবাড়ি ইউনিয়নের সন্তোষ ধোপাপাড়া রক্ষিত বেলতা এলাকায় নিজ বাড়ি হইতে ৮৪ পিস ইয়াবা ও একটি আইফোনসহ আব্দুল্লাহ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।
র্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ, চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ তাঁর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।