মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত চারজন

টাঙ্গাইল মধুপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার মালাউরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পিকআপে ছিলেন। তারা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল সেক (২৮), একই গ্রামের শাহাজল সেক (৪২), পিকআপ চালক ইসলামপুর উপজেলার হেকমত আলীর ছেলে সুজন মিয়া (২৫) ও হেলপার একই উপজেলার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (২৮)। নিহত রবিজল সেক ও শাহাজল সেক ঢাকায় সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মালাউরি এলাকায় ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রিবাহী বাস বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন আরও একজন। পরে তাকে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, মধুপুরের মালাউড়ি ভোরে মধুপুর পৌর শহরের মালাউড়ি সরকারী প্রাথমিক বিদ্যারয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

 

৪১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *