
স্টাফ রিপোর্টার,নাগরপুর।।
টাঙ্গাইলের নাগরপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) শেষ রাতে উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নাগরপুর থানায় ৮ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করেন ভূক্তভোগি মিনহাজ উদ্দিন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৯ অক্টোবর) টাঙ্গাইল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা মতে অভিযোগ দাখিল করেন মিনহাজ উদ্দিন। আদালতের আদেশ মোতাবেক নিম্ম তপশিল বর্ণিত ভূমিতে শান্তিশৃংখলা বজায় রাখতে পুলিশ উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির এক মাস পরে বিরোধী পক্ষ ঠান্ডু মিয়া ও তার লোকজন ১৪৪ ধারা অমান্য করে জমির ধান কেটে নেন। এ ব্যাপারে নাগরপুর থানায় মিনহাজ উদ্দিন ৮ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।
ভূক্তভোগি মিনহাজ উদ্দিন বলেন, উপজেলার ভাটপাড়া মৌজায় এসএ ৫২ খতিয়ানে ৫৮ দাগে আমার ক্রয়কৃত স্বত্ত দখলীয় ৫০ শতাংশের কাতে ৪০ শতাংশ জমি নিয়ে বিরোধ। নালিশি ভূমিতে প্রতিপক্ষ অনাধিকার প্রবেশ করে আমার কোন ক্ষতি করতে না পারে এ জন্য ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা চেয়ে আদালতে অভিযোগ দাখিল করি। আদালতে মামলাটি চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ জোড় বলে ধান কেটে নেয়। এ বিষয়ে জানার জন্য ঠান্ডু মিয়ার সেলফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
অভিযোগের তদন্তকারি কর্মকর্তা (আইও) নাগরপুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।