মির্জাপুর কৃষক দলের সদস্য সচিব পদ থেকে উথানকে অব্যাহতি

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলী আজম খান উথানকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (২০ নভেম্বর) টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান ও সদস্য সচিব শামীমুর রহমান খান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ পদ থেকে অব্যহতি দেয়া হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে বলে প্রেসবিজ্ঞত্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে পদ থেকে অব্যহতি পাওয়া নেতা আলী আজম খান উথান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। শৃঙ্খলা ভঙ্গের কোন প্রমাণ যদি কেউ দিতে পারেন তবে কোন দিন আর রাজনীতি করবেন না বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান বলেন, দলের পদ-পদবী ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে উপজেলা কৃষক দলের সদস্য সচিব পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

 

 

৭৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *