স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) শহরের একটি রেস্তোরাঁতে জেলা শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান।
টাঙ্গাইল জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমিনুর ইসলাম আমীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল রানা ছানবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানা, জেলা গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রাসেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস আলী, টাঙ্গাইল জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আছলাম জরদারী প্রমুখ।