সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী থেকে বালু ভর্তি একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল এবং অপরদিক থেকে আসা একটি পিকআপ কালিহাতীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাংড়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে পিকআপে থাকা দুই ব্যক্তি আহত হন। তাদেরকে উদ্ধার করে কালিহাতী ও টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাত সাড়ে ৯ টার দিকে বালু ভর্তি একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। রেকারের মাধ্যমে সড়ক থেকে বালু ভর্তি ট্রাকটি সড়ানো হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই যানজট নিরসন হবে বলে আশা করছি।