ঘাটাইলের সাগরদীঘিতে ট্রাকচাপায় একজন নিহত

ঘাটাইল টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ সুলতান ফাহাদ জেলার সখীপুর উপজেলার কাজিরামপুর গ্রামের মাওলানা বুলবুল আহমেদের ছোট ছেলে। সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়ে গেছেন। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহ সুলতান ফাহাদ ও তাঁর বড় ভাই শাহ ফরিদ বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে সাগরদীঘি থেকে বাড়ি যাচ্ছিলেন। তাঁরা কামালপুর ফকির মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ফরিদ ছিটকে পড়ে হালকা আঘাত পেলেও ফাহাদ ট্রাক চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহ ফরিদ বলেন, আমাকে পেছনে বসিয়ে ছোট ভাই ফাহাদ ৩০-৩৫ গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। ট্রাকটি বিপরীত দিক থেকে এসে সরাসরি চাপা দিয়েছে। ফাহাদ একজন আদর্শবান ছেলে ছিল।

৩০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *