
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি দল ঘোষিত ৩১ দফা পৌছে দিতে পাড়া-মহল্লায় গিয়ে সভা-সমাবেশ ও উঠান বৈঠক করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা ঘোষণা করে তা মাঠ পর্যায়ে পৌছে দেয়ার নির্দেশ দেয়ার পর থেকে সাঈদ সোহরাব সভা-সমাবেশ ও উঠান বৈঠক করে যাচ্ছেন। এ সময় সাঈদ সোহরাব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (২২ নভেম্বর) উপজেলার লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে দলের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি ৩১ দফা সম্পর্কে উপস্থিত সকলকে ধারনা দেন এবং তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বিগত এক মাসে উপজেলার ভাওড়া, উয়ার্শী, আনাইতারা, বাঁশতৈল, আজগানা, তরফপুর ও লতিফপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও পাড়ামহল্লায় গিয়ে ৩১ দফা সম্পর্কে সভা সমাবেশ ও বৈঠক করেছেন।
এসব কর্মসূচীতে সাঈদ সোহরাবের সঙ্গে ছিলেন মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সাবেক চেয়ারম্যান পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মোবারক হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, মির্জাপুর পৌর কৃষক দলের আহবায়ক মান্নান খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ, পৌর যুবদল নেতা হামিদুর রহমান মিঠু প্রমুখ।
মির্জাপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান ও উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করে তা মাঠ পর্যায়ে পৌছে দেয়ার নির্দেশ দেয়ার পর থেকে জননেতা সাইদুর রহমান সাঈদ সোহরাব বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার পাড়া-মহল্লায় গিয়ে সভা সমাবেশ ও উঠান বৈঠক করছেন।
এ ব্যাপারে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেন, ৩১ দফা শুধু বিএনপির নয়, শরীক ৪২ দলেরও। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।