ঘাটাইলে ইকরা শিক্ষা পরিবারের নূরানী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঘাটাইল টাঙ্গাইল শিক্ষা

ঘাটাইল প্রতিনিধি ॥
কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামুলক মনোভাব তৈরির লক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে ইকরা শিক্ষা পরিবারের আয়োজনে নূরানী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। শুক্রবার (২২ নভেম্বর) পৌরসভার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই নূরানী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় এ পরীক্ষা শেষ হয়। ঘাটাইল উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার ৫০টি নূরানী শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্লে থেকে তৃতীয় শ্রেণীর প্রায় ১৬শত ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইকরা শিক্ষা পরিবার নূরানী বৃত্তি পরীক্ষার পরিচালক হাফেজ মাওলানা খলিলুর রহমান, সহকারী পরিচালক হাফেজ মাওলানা আব্দুল আজিজ, ঘাটাইল দাখিল মাদ্রাসার সুপার আতিকুর রহমান, বাংলাদেশ ইকরা নূরানী তালিমুল কুরআন বোর্ডের সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল প্রমুখ।

৪১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *