গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিঃস্বার্থ সংগঠন কাহেতার (সক) আয়োজনে শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬ শতাধিক শিক্ষার্থী দুই শিফটে পরীক্ষায় অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্যামফোর্ড শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোস্তফা কামাল, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজ আলম, সকের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক মামুন, সহ-সভাপতি শরিফুল ইসলাম মিলনসহ সকের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। আয়োজকরা জানান, বিগত ২০২৩ সাল থেকে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। বৃত্তি প্রাপ্তদের ল্যাপটপ, ক্রেষ্ট, সনদ, প্রাইজবন্ড ও নগদ অর্থ প্রদান করা হবে।