স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়ন কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জাবেদ আলীকে সভাপতি ও সাকুয়ার সিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা ও সদস্য সচিব আলী আজম খান উথান এই কমিটি অনুমোদন করেন।
শুক্রবার (২২ নভেম্বর) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব ও পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় উপজেলা কৃষক দলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম মৃধা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব বলেন, বিএনপি এখনও রাষ্ট্রক্ষমতায় আসেনি। বিএনপির বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতির গুনগত পরিবর্তনের যে ডাক দিয়েছেন। সেই ডাকের বাইরে থাকলে সেই নেতাকে দল থেকে ছিটকে পড়তে হবে। তিনি প্রত্যেকে সুস্থ ধারার রাজনীতি করার আহবান জানান।
মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা বলেন, তারেক রহমানের নির্দেশে সারাদেশে কৃষক দলের কর্মী সম্মেলন করা হচ্ছে। আগামী দিনে দেশে যে পরিচ্ছন্ন রাজনীতির ধারা চালু হবে সেখানে নেতৃত্ব দিবে জাতীয়তাবাদী কৃষক দল।
কমিটিতে জয়নাল আবেদীনকে সিনিয়র সহ-সভাপতি, হেলাল সিকদার ও নজরুল ইসলামকে সহ সভাপতি করা হয়েছে। এছাড়া দুলাল হোসেন, ফেরদৌস মোল্লা ও আনোয়ার হোসেনকে সহ সাধারণ সম্পাদক, মজিবর সিকদারকে সাংগঠনিক সম্পাদক ও আনোয়ার হোসেনকে সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।