
সোহেল রানা, কালিহাতী ।।
মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উৎসাহিত করতে এবং কৃষকের দোরগোড়ায় মৃত্তিকার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (ব্রহ্মপুত্র)এর মাধ্যমে মাত্র ২৫ টাকায় টাঙ্গাইলের কালিহাতীতে কৃষকের ফসলী জমির মাটি পরীক্ষা করে সার সুপারিশ কার্ড প্রদান করেছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে উপজেলার ৬৮ জন কৃষকের মাঝে এই সার সুপারিশ কার্ড প্রদান করা হয়।
এসময় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উৎপল কুমার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন, ভ্রাম্যমাণ টিমের টিম লিডার মাহবুবুল আলম, সদস্য লুৎফুল হাসান ও রবিউল ইসলাম।