কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। রোববার (২৪ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্বজনদের নিকট থেকে জানা যায়, ব্রেন স্ট্রোক করে প্রায় ১ মাসের অধিক সময় ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে রোববার (২৪ নভেম্বর) ভোরে সেখানেই তিনি ইন্তেকাল করেন। তার নামাজে জানাজা দুপুর ২টায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
৪৮ Views