ঘাটাইলের লক্ষ্মীন্দরে হাত-পা বেঁধে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

অপরাধ ঘাটাইল টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও প্রয়াত শামসুল হকের নাতি রফিকুল ইসলামের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘরে ঢুকে হাত-পা বেঁধে ঘরে থাকা সোনার গহনা, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। শনিবার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের বেইলা গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়দের বরাতে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির গেইট ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় ঘরে থাকা সবাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলেন। ঘরের আলমারি ও ট্রাঙে থাকা সোনার গহনা, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতরা চলে গেলে ডাক চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে তাদের হাত-পায়ের বাঁধন খুলে দেন।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

৪৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *