স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সন্ধায় উপজেলা সদরের বাওয়ার রোডে দারুল ফালাহ হিফজ এন্ড প্রি-ক্যাডেট মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদরাসা শিক্ষক হাফেজ সাব্বির ইসলাম (২১) উপজেলার লতিফপুর ইউনিয়নের ফিরিঙ্গিপাড়া গ্রামের সালাম মিয়ার ছেলে। এ ঘটনায় শনিবার ছাত্রের মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর সদরের বাওয়ার কুমারজানী রোডের দারুল ফালাহ হিফজ এন্ড প্রি-ক্যাডেট মাদরাসার চতুর্থ তলার আবাসিক রুমে ১০ বছর বয়সী নুরানী বিভাগের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রকে মাদরাসা শিক্ষক বলাৎকার করে। ঘটনাটি জানতে পেরে ছাত্রের মা রুবিনা আক্তার শনিবার (২৩ নভেম্বর) মির্জাপুর থানায় মামলা করেন। সন্ধায় পুলিশ ওই মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষক সাব্বির মিয়াকে গ্রেপ্তার করে।
মাদরাসার পরিচালক জুবায়ের হোসেন বলেন, গতকাল মাদরাসায় পুলিশ আসার পর তিনি ঘটনাটি জানতে পেরেছেন। মাদরাসা শিক্ষককে চাকরীচ্যুত করা হয়েছে বলে তিনি জানান।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে।