একুশ শতকের স্পেশাল বৈষয়িক চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনী প্রস্তুত- এয়ার চীফ মার্শাল

টাঙ্গাইল মধুপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
একুশ শতকের স্পেশাল বৈষয়িক চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্র্বতী সরকারের মাধ্যমে বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নতি করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সক্ষমতা যাচাই করা। এর মাধ্যমে আমরা আমাদের অনেক বিষয় নির্ণয় করে সে মোতাবেক পদক্ষেপ গ্রহণ করি। বিমানবাহিনীর প্রধান ভূমিকা হচ্ছে দিগন্ত, স্থলে ও জলে যে কোন আঘাত প্রতিহত করা। এছাড়াও দেশের যে কোন প্রয়োজনে সবসময় আমরা প্রস্তুত থাকি।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলা বর্ষণ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মহড়ায় শুরুতেই দেখানো হয় দুর্ঘটনা কবলিত পাইলটকে উদ্ধারে কমান্ডো অভিযান। এতে অংশ নেয় দুইটি যুদ্ধ হেলিকপ্টার ও একটি রেসকিউ হেলিকপ্টার। পরে মহড়ায় যোগ দেয় এফ সেভেন বিজিআই ও মিগ ২৯সহ পাঁচটি যুদ্ধ বিমান। এসময় গোলাবর্ষণ ও রকেট নিক্ষেপ করে প্রদর্শন করে নানা যুদ্ধ কৌশল। পরে মিগ ২৯ যুদ্ধ বিমান বিমানবাহিনী প্রধানকে সালামের মাধ্যমে মহড়ার কার্যক্রম শেষ করে।
অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিভিন্ন মন্ত্রাণালয় ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৪০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *