টাঙ্গাইলে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত এক শিক্ষার্থী

অপরাধ টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় নিরব নামে এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিরবকে। বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টাটার সময় পশ্চিম আকুর টাকুর পাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নয়-দশজনের একটি দল নিরবের ওপর হামলা চালায়। আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, আহত ১৪ বছর বয়সী আলিফ হাসান নিরব টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে। নিরব বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। এ ব্যাপারে আহত নিরবের বাবা আতিকুর রহমান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬/৭ জনের নামে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ করেছেন।
আহত নিরবের বাবা আতিকুর রহমান বলেন, আমার ছেলে বুধবার (২৭ নভেম্বর) রাতে পশ্চিম আকুর টাকুর পাড়া ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিল শুনতে যায়। পরে ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয় আমার ছেলের সাথে। পরে এক পর্যায়ে আমার ছেলেকে একা পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমি শুনে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আমার ছেলের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। পরে সাথে সাথে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। আমার ছেলের মাথায় ৭/৮টি সেলাই করা হয়েছে। এর সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনা হোক এবং এর সঠিক বিচার চাই।
কিশোর গ্যাংয়ের হামলার বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনা শুনেছি। এই ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। আসামিদের আমরা চিহ্নিত করছি।

 

 

৩৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *