ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে গোপালপুরে বিক্ষোভ মিছিল

গোপালপুর টাঙ্গাইল রাজনীতি

গোপালপুর সংবাদদাতা ॥
সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কওমি ওলামা পরিষদ ও ইমাম মোয়াজ্জিন পরিষদের আয়োজনে শুক্রবার (২৯ নভেম্বর) গোপালপুরের গোহাটা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ও আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলটি গোপালপুর বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে থানা চত্বরে দোয়ার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। সমাবেশে বক্তারা বক্তব্যে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধসহ চট্টগ্রামে আদালতে আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসিরসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন ইমাম মোয়াজ্জেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুফতি নাজির সিদ্দিকী, সহ-সভাপতি কওমি ওলামা পরিষদের হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, কওমি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা শাকের আহমদ, ইমাম মুয়াজ্জিন পরিষদের সহ-সভাপতি হাফেজ নুর উদ্দিনসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

৩২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *