টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্ট শুরু

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) প্রভাতের সূর্যের আলো উঠার পর সাড়ে ৭টায় স্বাস্থ্য সচেতন ক্রীড়ামোদী চল্লিশউর্ধ ফুটবলারদের নিয়ে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে জমজমাট ফুটবল মেলার আয়োজন করেছে ফোরটি আপ ব্রাদার্স।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ওয়ান ক্লাব (২-২) গোলে ফিফটি ক্লাবের সাথে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে। গোলদাতা ফিফটি ক্লাবের পক্ষে সৈয়দ বেল্লাল ও পিনাকি দে এবং ওয়ান ক্লাবের দুলাল ২টি গোল করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেহগড়ি ক্লাবের সভাপতি তপন ভট্টাচার্য। এতে প্রধান অতিথি ছিলেন শতায়ু অঙ্গনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, উদ্বোধক শতায়ু অঙ্গনের সাধারণ সম্পাদক আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রভাত ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ তারেক খান জুয়েল, প্রভাষক অনীক রহমান বুলবুল, আব্দুল খালেক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নুর এ আলম ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন আয়োজক ফোরটি আপ ব্রাদার্সের সদস্য সচিব ইফতেখারুল অনুপম।

ডাবল লীগ পদ্ধতির এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- ওয়ান ক্লাব, টেন ক্লাব, ফিফটি ক্লাব ও হানডেট ক্লাব। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি দল আগামী (২৪ জানুয়ারী) ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। শনিবার (৩০ নভেম্বর) সকালের খেলায় অংশ নিবে টেন ক্লাব বনাম হানডেট ক্লাব।
দু’দলে যারা খেলেছেন- ওয়ান ক্লাব- সুব্রত কুমার ধর, লিটন সাহা, পলাশ পাল, দিলীপ, গৌর সুন্দর, মুজিবর, রাতুল সাহেদ, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব। ফিফটি ক্লাব- সুজিত কুমার সাহা, পিন্টু, নয়ন মিয়া, বিজয় কর্মকার, বাদল ভূঁইয়া, খায়রুল, উজ্জল, ডাঃ হাসান, সৈয়দ বেলাল, হাবিব, ড. পিনাকী দে।
খেলায় রেফারি ছিলেন- সুলতান আহমেদ।

 

৫০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *