স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলায় টেন ক্লাব বনাম হানডেট ক্লাবের মধ্যকার খেলা গোলশুন্য ড্র হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) প্রভাতের সূর্য উদয়ের পর টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি আর ব্রাদার্স আয়োজিত ৪ দলের ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় টেন ক্লাব ও হানডেট ক্লাব মুখোমুখি হয়।
খেলায় আক্রমন পাল্টা আক্রমনের খেলায় টেন ক্লাবের খেলা গোছানো হয়েছে। তবে ফুটবল খেলার কাঙ্খিত গোলটি কোন দলই বের করতে পারেনি। টেন ক্লাবের ইফতেখারুল অনুপম ও গোবিন্দর চমৎকার কিছু গোলবারমুখী শট হানডেট ক্লাবের রফিক চমৎকার দক্ষতায় প্রতিহত করেছেন। হানডেট ক্লাবের স্টাইকার নুরে আলম একবার গোল করার সহজ সুযোগ নষ্ট করলে খেলায় আর গোল হয়নি। এর ফলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
টুর্নামেন্টে প্রতিটি ক্লাবে ৯জন করে খেলোয়াড় ২৫+২৫=৫০ মিনিটের ফুটবল খেলায় অংশগ্রহণ করছে। ডাবল লীগ পদ্ধতির এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- ওয়ান ক্লাব, টেন ক্লাব, ফিফটি ক্লাব ও হানডেট ক্লাব। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি দল আগামী (২৪ জানুয়ারী) ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।
দুইদলে যারা খেলেছেন তারা হলেন- টেন ক্লাব- শামীম আল মামুন, প্রফেসর সানোয়ার, মতিন, বিশ্বজিৎ, ডাঃ ইমরান, ডাঃ শফিকুল ইসলাম, সোলায়মান, উজ্জল, আশরাফ, গোবিন্দ ও ইফতেখারুল অনুপম। হ্যানডেট ক্লাব- ডাঃ নজরুল ইসলাম, রাম, ডাঃ হায়দার আলী, সুজায়েত, জহুরুল, মোস্তফা খান, রফিক, নুরে আলম ভূ্ইঁয়া, নোমান ও নাসিম।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন- ফিফা রেফারি সুলতান মাহমুদ।
টুর্নামেন্টে পরবর্তী খেলাগুলো হলো- আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) ফিফটি ক্লাব বনাম হানডেট ক্লাব, শনিবার (৭ ডিসেম্বর) ওয়ান ক্লাব বনাম টেন ক্লাব।