স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল নাগরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঘোনাপাড়া তরুণ তেজ সমিতির উদ্যোগে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে মরহুম আব্দুল আলীম খান স্মৃতি খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলার বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক এ্যাড: ইশবাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। আরো বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী উজ্জল, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক আবুল কাশেম মানিক, দেলদুয়ার উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস চঞ্চল, লাউহাটী সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খান ফিরোজসহ অন্যরা।
ফাইনাল খেলায় লাউহাটী ফ্রেন্ডস ইউনিয়ন স্পোটিং ক্লাব (৩-০) গোলে টাঙ্গাইল সাকরাইল ফুটবল একাডেমি দলকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।