
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার উপজেলার বিএনপির নেতাকর্মীদের সাথে পথসভা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুক্তরাজ্য শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোটিং ক্লাবের সভাপতি মাইনুল আলম খান কনক।
নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের নিজ বাসা থেকে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সকল নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, দপ্তিয়ার ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ সিদ্দিকীসহ যুব দল, তাতী দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্য দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।